ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিপন-হিমির ‘বিবেকের কাছে প্রশ্ন’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শিপন মিত্র ও মডেল, অভিনেত্রী হিমি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ‘বিবেকের কাছে প্রশ্ন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। সোমেশ্বর অলির ভাবনা ও চিত্রনাট্যে আল-আমিন ও রাসেল আজমের পরিচালনায় ‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রযোজনা করেছে বাংলাঢোল। এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে এর ট্রেলার।  

বিষয়টি নিয়ে শিপন মিত্র বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার বিশ্বাস চলচ্চিত্রটির ভাবনা ও নির্মাণশৈলী পছন্দ হবে সবার। এ সময়ের রূঢ় বাস্তবতার চিত্র তুলে ধরতে গিয়ে শুটিংয়ের সময় বারবার শিওরে উঠেছি।

হিমি বলেন, ‘নিয়মিতই কাজ করছি। এ ধরনের কাজ খুব একটা পাওয়া যায় না। কয়েক মিনিটের একটা চলচ্চিত্রের জন্য আমরা কয়েকদিন খেটেছি। এটা একটা দারুণ টিমওয়ার্ক। আমি আশা করি দর্শকের চিন্তার রাজ্যে একটু হলেও নাড়া দেবে।’

অচিরেই পুরো চলচ্চিত্রটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় সব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এই তালিকায় আছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিস্ক্রিন। পাশাপাশি এটি উপভোগ করা যাবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

বিবেকের কাছে প্রশ্ন’ এর ট্রেলার দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি