ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

যৌন হয়রানিতে ভুক্তভোগীদের পাশে এমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বজুড়ে শোবিজপাড়ায় যৌন হয়রানি এখন গরম খবর। একের পর এক গোপন থাকা এই কেলেঙ্কারি উন্মোচন হচ্ছে সবার সামনে। গণমাধ্যমেও বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। মূলত হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে বেশ কয়েকজন তারকা অভিনেত্রী এমন অভিযোগ এনেছেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নারীদের যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে নারীদের কাজের পরিবেশ তৈরির দাবি নিয়ে অনলাইন দুনিয়ায় শুরু হয় ‘টাইমস আপ’ ও ‘মি টু’ আন্দোলন। শুধু হলিউড নয়, এই প্রতিবাদের হাওয়া লেগেছে বলিউডেও। অনেক বলিউড তারকা শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়ে এমন বিড়ম্বনার কথা প্রকাশ করেছেন।

নতুন করে এবার এগিয়ে এলেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। যৌন হয়রানিতে ভুক্তভোগী নারীদের সাহায্যের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন এই তারকা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি