ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে প্রভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ছোটপর্দার আলোচিত-সমালোচিত ও জনপ্রিয় অভিনেত্রী প্রভা। একযুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। যদিও বিতর্ক তাকে বারেবারে টেনে ধরেছে, তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আবারও জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। নতুন খবর হচ্ছে- এবার তিনি আসছেন বড়পর্দায়। তাও আবার জনপ্রিয় নায়ক ফেরদৌসের নায়িকা হয়ে।

ফেরদৌস-প্রভা জুটি বেঁধে যে সিনেমাতে অভিনয় করবেন তার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘রূপবতী’। সিনেমাটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ। এর গল্পও তৈরি করেছেন তিনি।

এ বিষয়ে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘গল্পটি হবে নারীবাদী। ফেরদৌস ও প্রভা দুজনেই সিনেমাতে অভিনয় করবেন এটি চূড়ান্ত। ফেরদৌস-প্রভা দুজনেই নিজেদের দিক থেকে সিনেমাতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।’

জানা গেছে, নির্মাতা অঞ্জন আইচ এই সিনেমাটির নাম ‘রূপবতী’ ছাড়াও ‘জলছবি’ রাখার কথা ভাবছেন। তার বক্তব্য, ছয় বছর ধরে এই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। আগামী মাসেই শুটিং শুরু হবে বলে জানান তিনি।

ফেরদৌস ও প্রভা ছাড়া সিনেমায় আরও অভিনয় করবেন, শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি