ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার কোনো প্রেম নেই : মেহজাবিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী। একজন সুঅভিনেত্রী। অল্প সময়ের ব্যবধানেই তিনি তার অভিনয় দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি। তবে কিছুদিন আগে ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন। সেই সফলতা তাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়েছে। তাইতো ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তার একাধিক নাটক ও টেলিফিল্ম।

মেহজাবিন এমনই একজন শিল্পী হয়ে উঠেছেন যে সবার সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে পারেন। তবে বড় ছেলে নাটকটি দর্শক মহলে হিট করার পর মেহজাবিন-অপূর্ব জুটিকে অনেকেই সেরা জুটি হিসেবে বলছেন। বিষয়টি নিয়ে মেহজানিও খুব উচ্ছ্বসিত।

এ বিষয়ে মেহজাবিন বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি। তবে দর্শক বড় ছেলের মধ্য দিয়ে আমাদের এই জুটিকে গ্রহণ করেছে। এজন্য আমি তাদের সম্মান জানাই। একটা জুটি তখনই সফলতা পায় যখন দর্শক তাদের পছন্দ করেন।’

এদিকে ভালোবাসা দিবসে বেশ কিছু নাটকে দেখা গেছে মেহজাবিনকে। অপূর্বর পাশাপাশি সহশিল্পী হিসেবে জোভানকেও গ্রহণ করছে দর্শক। এতেই বোঝা যায় ধীরে ধীরে অনেক পরিপক্ক হয়ে উঠেছেন এই লাক্স সুন্দরী।

বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘জোভানের সঙ্গে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছে। নাটকটি প্রচারের পর খুব ভালো সাড়া পেয়েছি। অন্যদিকে একই দিনে ‘টুকরো প্রেমের টান’ এবং অপূর্ব ভাইয়ের সঙ্গে ‘তুমি যদি বল’ প্রচার হয়। এ ছাড়াও ফাহাদ আল মুক্তাদিরের গল্প অবলম্বনে মাবরুর রশীদ বান্নাহর চিত্রনাট্য ও পরিচালনায় একটি ইউটিউব চ্যানেলে প্রচার হয় নাটক ‘বেকার’। এতে বেকার ছেলে অপূর্বর প্রেমিকার ভূমিকায় আমি অভিনয় করেছি। আর বড়দিনে প্রচারিত জোভানের সঙ্গে অভিনীত জাকারিয়া সৌখিনের ‘তোমার জন্য মন’ দর্শকদের ভালো লেগেছে বলে জেনেছি।’

এ মুহুর্তে অভিনয় নিয়েই মেহজাবিনের যতো ভাবনা। প্রতিমূহুর্তে নিজেকে আরও নতুন ভাবে তুলে ধরার প্রচেষ্টাই করছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বিয়ে বা সংসার নিয়ে কোন কিছুই ভাবছেন না অভিনেত্রী। এমনকি প্রেম করারও কোন সময় পাচ্ছেন না তিনি।

এ বিষয়ে মেহজাবিন বলেন, ‘বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। এখন কাজে সিরিয়াস হয়েছি। যেহেতু আমার কোনো প্রেম নেই, তাই মা-বাবার সম্মতিতে ভালোবেসেই বিয়ে করব।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি