ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুফতি উসামার সঙ্গে শাকিবের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তাবলিগ জামাতের মুফতি উসামা ক্রিড়াঙ্গন ও শোবিজে বেশ পরিচিত মুখ। বিভিন্ন সময়ে একাধিক নায়ক ও খেলোয়াড়দের সঙ্গে দেখা গেছে তাকে। সম্প্রতি তার সঙ্গে শাকিব খানের তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

একদিকে সংসার ভাঙার খবর, অন্যদিকে ধর্মের বাণী শুনে পবিত্র হওয়ার চেষ্টা, সব মিলিয়ে শাকিব খান এখন সবার দৃষ্টিতে। উসামার সঙ্গে আলাপচারিতার এই দৃশ্য দেখে মনে হচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান হয়তো ইসলামের দাওয়াত নিচ্ছেন।

তবে ছবিগুলো কবে ও কোথায় তোলা হয়েছে বা কী আলোচনা হয়েছে জানা যায়নি।

প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা গেছে- শাকিব পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতি উসামার কথা মনযোগ দিয়ে শুনছেন।

জানা গেছে, মুফতি উসামার সঙ্গে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় যে কোনো ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম উসামার পরামর্শ নিতেন শাকিব। ওই হুজুরকে সঙ্গে নিয়ে শাকিব খান ২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।

শাকিবের এক ঘনিষ্ঠজন জানিয়েছে, রূপালি পর্দার নায়ক হিসেবে শাকিব যেমন হোক না কেন, বাস্তব জীবনে তিনি ভীষণ ধর্মভীরু। তিনি নামাজ আদায় করেন, রোজা পালন করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দেন। এর আগে পবিত্র মক্কা নগরী থেকে হজ্জও আদায় করেছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল সহ অন্য ক্রিকেটারদের সঙ্গে ওমরাহ পালন করতে দেখা যায় মুফতি উসামাকে।

উল্লেখ্য, বিভিন্ন সময় দেখা গেছে, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলো শাকিব খানের নাম।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি