ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ব্রিটিশ অভিনেত্রী এমা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী এমা চেম্বারস। গত বুধবার তিনি মারা যান। মৃত্যুকালে এমার বয়স হয়েছিল ৫৩ বছর। যা বলিউডের সদ্য প্রয়াত শ্রীবেদবীর বয়সের কাছাকাছি।

এই তারকার পারিবারিক সূত্রে জানাগেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এমা ‘নটিং হিল’ (১৯৯৯) সিনেমাতে হানি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

এ ছাড়া তিনি বিবিসির কমেডি সিরিজ ‘ভিকার অব ডিবলি’তে এক দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। এই টিভি সিরিজ তাঁকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

এমার ‘নটিং হিল’ সিনেমার সহশিল্পী হিউ গ্র্যা টুইটারে এই অভিনেত্রীকে স্মরণ করে লিখেছেন, ‘এমা চেম্বারস ছিলেন ভীষণ মজার মানুষ। তিনি খুব আন্তরিক আর অবশ্যই একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন। তাঁর চলে যাওয়ার খবরে খুব মন খারাপ লাগছে।’

এমার একজন মুখপাত্র বলেন, ‘এমা অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। কমেডি চরিত্রে অভিনয় করে তিনি অসংখ্য দর্শককে হাসিয়েছেন, আনন্দ দিয়েছেন।’

উল্লেখ্য, এমা চেম্বারস ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডে ‘সেরা টিভি কমেডি অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন। ১৯৯১ সালে এমা তাঁর সহকর্মী ইয়েন ডানকে বিয়ে করেন। তাঁদের কোনো সন্তান নেই। দীর্ঘদিন ধরে এমা হাঁপানি রোগে ভুগছিলেন।

এদিকে বলিউড এখনও শোকে আচ্ছন্ন। অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর রেশ কাটেনি। এরই মধ্যে আরও এক অভিনেত্রীর মৃত্যু খবর শোবজ অঙ্গনে অনেককেই আহত করেছে। যদিও শ্রীদেবীর আগেই মৃত্যু হয়েছে এমার।

সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি