ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লুইপার জেন্টলম্যান সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তরুণ প্রজন্মের শিল্পী লুইপা একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন। আগামী মার্চে প্রকাশ হচ্ছে এ শিল্পীর ‘জেন্টলম্যান’ শিরোনামের একটি গান। গানটিতে লুইপার জেন্টলম্যান হিসেবে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

গতকাল সোমবার থেকে মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিডিওটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন।

সিয়ামের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে লুইপা বলেন, ‘সিয়াম আমার প্রিয় মানুষ।তাই আমার এবারের মিউজিক ভিডিওতে এই প্রিয় মানুষটিকে রেখেছি।’

লুইপা জানান, তিনি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসলেও এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে রোমান্টিক গান গাইলেন।

সিয়াম বলেন, লুইপার কণ্ঠে গানটি বেশ ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই যে কারও ভালো লাগবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে বেগম আখতারকে উৎসর্গ করে ‘জোছনা করেছে আঁড়ি’ ও নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের এই শিল্পী। দুটি গানই শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি