ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শক প্রতারিত হয় এমন কিছু করতে চাই না: পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ দিন পর আবার কাজে ফিরলেন জনপ্রিয় নায়িকা পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে তিনি একটি আইটেম গানে অংশ নিয়েছেন। এফডিসির ৮ নাম্বার ফ্লোরে চলছে এর শ্যুটিং।

আইটেম গান নিয়ে পপি বলেন, ‘অনেক দিন পর আবার কাজ শুরু করলাম। বেশ ভালো লাগছে। এখন প্রযুক্তির যুগ। সবাই ভালো কিছু করার চেষ্টা করছে। এখানে আইটেম সং এর শুট চলছে। প্রস্তুতি না নিয়েই কাজ শুরু করেছি। ডান্স ডিরেক্টর যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে করার আমরা চেষ্টা করছি।’

পপি আরো বলেন, ‘এই ছবির গল্পটি পছন্দ হয়েছে তাই কাজটি করছি। হুট করে কোনো কাজ করতে চাইনা। গল্প, ছবির সঙ্গে কারা যুক্ত এসব দেখে এখন কাজ করি। দর্শক ভালো কিছু প্রত্যাশা করেন। তাই দর্শকরে সঙ্গে প্রতারণা হয় এমন কিছু করতে চাই না।’

‘সাহসী যোদ্ধা’ ছবিটির মূল শ্যুটিং শুরু হবে আগামী মাসের ৬ তারিখ থেকে দেশের বিভিন্ন লোকেশনে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন আমিন খান ও পপি। এ ছাড়া আরো অভিনয় করছেন ইমন, নবাগত সানাই, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।   

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি