ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপূর্ব-বাঁধনের ‘রাইটার’ শুক্রবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ১ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৪৭, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বাক্ষর একজন বেকার ছেলে। সে ভালোবাসে প্রেমাকে। কিন্ত সেই ভালোবাসা দিন দিন ফিকে হয়ে আসছে। কারণ প্রেমার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। এর মধ্যেই চাকরি পেয়ে যায় স্বাক্ষর। তবে গতানুগতিক কোন ডিউটি নয়। তাকে বসের বাসায় আসতে হবে প্রতি সন্ধ্যায় এবং বস একটি গল্প বলবেন সেটি নোট করে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা।

শুরু হয় গল্প বলা। স্বাক্ষরও তার খাতা কলম নিয়ে প্রস্তুত। গল্পের কিছুদুর এগোতেই ঘটনা মোর নেয় অন্য দিকে। স্বাক্ষরের বুঝতে বাকি থাকে না এটি তার বসের বাস্তব জীবনেরই গল্প। যা কিনা এত নিমর্ম ও বেদনাদায়ক। যেটি তিনি প্রকাশ করতে চান বইয়ের পাতায়। জানাতে চান পাঠকদেরকে। এমনই গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘রাইটার’।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আজমেরী হক বাঁধন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, শ্রাবন্তী শ্রাবন, প্বার্থ নন্দী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ি, মোহনা প্রমূখ।

নাটকটিতে বসের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

শুক্রবার আর টিভির বিশেষ নাটকে দেখা যাবে ‘রাইটার’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি