ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুবর্ণার ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ আফজাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। আবারও একসঙ্গে অভিনয় করছেন তারা। বদরুল আনাম সৌদের রচনা ও নির্দেশনায় ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ শিরোনামের একটি ভিন্ন ধরণের গল্পে দেখা যাবে এই জুটিকে। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে বদরুল আনাম সৌদ বলেন, ‘সুবর্ণা মুস্তাফা এই নাটকে একজন লেখিকা। আর আফজাল ভাই তারই লেখা একটি চরিত্র। লেখিকার ধারণা ছিল তিনি যেভাবে ভাববেন সেভাবেই আফজাল হোসেনের চরিত্রটি ফুটে উঠবে। কিন্তু তেমনটি হয়নি। একটি সময় এসে লেখিকার সঙ্গে তারই সৃষ্ট সেই চরিত্রের এক আবেগের সম্পর্ক তৈরি হয়। এ এক অন্যরকম সম্পর্কের গল্প।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সৌদের লেখা গল্প সবসময়ই আমার খুব ভালো লাগে। ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’-এর গল্পটা অন্যরকম।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সৌদের ভাবনায় এত চমৎকার গল্প কীভাবে আসে তা আমার বোধগম্য নয়। সত্যিই খুব চমৎকার গল্পের একটি নাটকে কাজ করলাম।’

সৌদ জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বিটিভিতে প্রচারিত রবীন্দ্রনাথের ‘সুভা’ নাটকে আফজাল-সুবর্ণা প্রথম অভিনয় করেছিলেন আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি