ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে এসে হাসলেন জ্যাকুলিন ও জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ফুল, অশ্রু আর ভালোবাসা দিয়ে রুপালী পর্দার আলোচিত মুখ শ্রীদেবীকে দেওয়া হয়েছে অন্তিম বিদায়। বিদায়ের দিনে প্রিয় তারকার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রায় সব তারকারা। সবার মত শ্রদ্ধা জানাতে আসেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও জয়া বাচ্চন।

সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা পরে উপস্থিত হয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু সেখানে অনেকটা উজ্জল হাসিমাখা মুখে উপস্থিত হয়েছিলেন ‘কিক’ সিনেমার এ নায়িকা। যা দেখে অনেকেই অবাক হয়েছেন।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিন যখন মুম্বাই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে উপস্থিত হন, তখন তার মুখে ছিল হাসি। বেশ হাসি হাসি মুখ করেই সেখানে দেখা যায় তাকে। আর এই দৃশ্য ক্যামেরাবন্দী করতে ভুল করেননি ছবি শিকারিরা। ওই ছবি মিডিয়ায় প্রকাশ হতেই শুরু হয়েছে সমালোচনা। একই সঙ্গে তাকে সতর্কও করে দিয়েছেন অনেকে।

নেটিজেনদের একাংশ বলেন, শুধুমাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে জ্যাকুলিনের এ ধরনের ব্যবহার করা মোটেও উচিত হয়নি।

তবে শুধু জ্যাকলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাসি মুখে দেখা গেছে জয়া বাচ্চনকেও। যা নিয়ে তাকেও ট্রলড করা হচ্ছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি