ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গেল মাদার শবনম ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৪৯, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শবনম ফারিয়া। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রথমবারের মতো সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করলেন তিনি। ‘তবুও ভালোবাসি তোমায়’ শীর্ষক একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। শ্রাবণী ফেরদৌসের রচনা পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

গল্পে দেখা যাবে, ফারিয়া তার জীবনে আর কাউকে জড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরিকল্পনার পথে ধরেই হাঁটছেন তিনি। এদিকে অফিসে যাওয়ার সময় সাজ্জাদের সহযোগিতা নেন তিনি। সাজ্জাদ একটি মোটরসাইকেল রাইড শেয়ারিং প্রতিষ্ঠানে বাইক চালান। একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর সম্পর্কটি যখন অন্যদিকে বাঁক নেবে ঠিক তখনই ফারিয়া তার আগের সিদ্ধান্তে আবার ফিরে যান।

প্রথমবারের মতো সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ফারিয়া বলেন, গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী একটা গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্প ও চরিত্র আমার কাছে ভালো লেগেছে। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। সত্যি বলতে এ রকম চরিত্রে কাজ করতে যে কোনো শিল্পী স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে আমি মনে করি।

ফারিয়া ছাড়া এই নাটকে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, পাপিয়া, আশরাফুল আশীষ, হাসিমনসহ অনেকে।

খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি