ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীকে নিয়ে অনিল কাপুরের মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সবার ভালোবাসা ও চোখের অশ্রুতে বিদায় নিয়েছেন বলিউডের চাঁদনি। লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন শ্রীদেবী। বলিউডের চাঁদনির মৃত্যুর পর থেকেই শুরু হয় জোর জল্পনা। এদিকে মৃত্যুর পর যাতে পরিবারকে একটু শোক কাটিয়ে ওঠার সময় দেওয়া হয়, সেই আবেদন করেছেন বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুতে তাঁর জগতটা আর আগের মত নেই বলেও মন্তব্য করেছেন বনি।

বনি কাপুরের মত এবার শ্রীদেবীকে শ্রদ্ধা জানালেন দেবর অনিল কাপুরও। আয়াপ্পন, কাপুর এবং মারওয়া পরিবারের পক্ষে এ বিষয়ে একটি প্রেস নোট দেওয়া হয়েছে এবং তা সবার সামনে তুলে ধরেছেন অনিল কাপুর।

তিনি বলেন, অভিনয় দক্ষতাকে যেমন সুন্দরভাবে তুলে ধরেছেন শ্রীদেবী, তেমনি পরিবারের প্রতিও সমানভাবে দায়িত্বশীল ছিলেন তিনি। নিজের পরিবারকে সব সময় সুন্দরভাবে জুড়ে রেখেছিলেন তিনি। একাধারে তিনি যেমন ছিলেন অপূর্ব সুন্দরী, তেমনি তিনি ছিলেন দক্ষ অভিনেত্রী। সবদিক থেকে শ্রীদেবী যেন অতুলনীয় ছিলেন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি