ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের কাছে অপু এখন শুধুই অতীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৩২, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আবারও কলকাতা গেলেন ঢাকাই সিনেমার সুপারস্টার হিরো শাকিব খান। সেখানে ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। ২ মার্চ সিনেমার নায়ক-নায়িকার লুক নিয়ে কাজ হবে এবং ৩ মার্চ থেকে শুরু হবে শুটিং। প্রথম সপ্তাহে কলকাতায়, এরপর কাজ হবে যুক্তরাজ্যে। সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি।

এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ সিনেমার পরিচালকই নতুন এই সিনেমাটি নির্মান করছেন। ওই সিনেমার নায়িকা শ্রাবন্তীও আছেন এই সিনেমায়।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘‘শিকারি’ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। ফলে সেই সিনেমার পরিচালক-নায়ক-নায়িকারা আবারও একসঙ্গে আসলে দর্শক এটা আলাদাভাবে নেবেন বলেই আশা করছি।’

কিছুদিন আগে দেশের শতাধিক প্রেক্ষাগৃতে শাকিব খানের সিনেমা ‘আমি নেতা হবো’ মুক্তি পেয়েছে। এ সিনেমাটি মুক্তির আগেই এর গানগুলো জনপ্রিয়তা পায়।

এ সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, ‘যতদূর শুনেছি, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই প্রযোজকের লগ্নি উঠে এসেছে। তবে আমি মনে করি, এ ধরনের দেশীয় সিনেমাতে উন্নত ও অভিজ্ঞ টেকনিশিয়ান কাজ করলে সিনেমাটি দর্শকের মধ্যে আরও সাড়া ফেলতে পারত।’

ক্যারিয়ারের উজ্জল সময় পার করলেও নিজের ব্যক্তিগত জীবনে কিছুটা ঝামেলায় আছেন নায়ক। তবে এটি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।

ব্যাক্তিগত এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এসব নিয়ে আর কিছুই বলতে চাই না। এসব এখন আমার কাছে শুধুই অতীত। অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করা ঠিক নয়। বর্তমান সময়ে আমার কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে কতটুকু এগিয়ে রাখতে পেরেছি, কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়-তা নিয়ে ভাবতে চাই, কাজ করতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি