ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুসরাত ফারিয়ার কণ্ঠে গান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ১ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৪৩, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মডেলিং, উপস্থাপনা, অভিনয় সব দিকেই রয়েছে তার সমান দক্ষতা। নাচেও রয়েছে তার ভালো দখল। শুধু কণ্ঠশিল্পী ফারিয়াকে চেনেন না কেউ। এবার সেই পরিচয়ে ভক্তদের সামনে আসছেন তিনি। প্রকাশ করতে যাচ্ছেন তার প্রথম গান ‘পটাকা’। গানের কথা লিখেছেন রাকিব রাহুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। 

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘অনেক দিনের ইচ্ছা গান গাওয়ার। কিন্তু গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই। এজন্য গত ছয় মাস ধরে গানের অনুশীলন করেছি। এরপর সুরকার যখন বলেছেন, গান রেকর্ড করার মতো অনুশীলন হয়েছে, তখনই স্টুডিওতে গেছি। চুপিসারে গান রেকর্ড করা হলেও প্রকাশের আগে তা সবাইকে জানাব বলেই সিদ্ধান্ত নিয়েছি।’

ফারিয়া আরও জানান, ‘পটাকা’ গানটি আগামী এপ্রিল মাসে প্রকাশ করা হবে। অডিওর পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে। এ নিয়ে নির্মাতা বাবা যাদবের সঙ্গে কথা হয়েছে। তার মিউজিক ভিডিওতে ফারিয়ার পাশাপাশি নামী একজন মডেল থাকবেন বলেও তিনি জানান। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি