ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভরপুর অ্যাকশনে `পাষাণ` এর ট্রেলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ১ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪২, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সেন্সর ছাড়পত্র পাওয়া অ্যাকশন ঘরানার ছবি ‘পাষাণ’ এর ট্রেলার আজ মুক্তি দেওয়া হয়েছে। ২০১৬ সালে শ্যুটিং শুরু হওয়া চলচ্চিত্রটি রয়েছে এখন মুক্তির অপেক্ষায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ড এর ট্রেলারে দেখা যায় মার মার কাট কাট উত্তেজনা।

এর আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হলে বেশ প্রশংসিত হয়। ট্রেলারে ওম হাজির হয়েছেন অ্যাকশান নিয়ে আর মিম ছড়িয়েছেন গ্ল্যামারের উষ্ণতা।

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘আজ পাষাণ এর ট্রেলার মুক্তি দেওয়া হলো। এর আগে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ হয়। যা বেশ প্রশংসিত হয়েছিল। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি দর্শকরা এই ছবিটিকে সাদরে গ্রহণ করবেন।’

ছবিটিতে একজন মেধাবী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। তার বিপরীতে রয়েছেন কলকাতার ওম। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।

আগামী ২৩ মার্চ ছবিটি সারাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি