ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চ্যালেঞ্জ নিতে চান ঐশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫৯, ২ মার্চ ২০১৮

চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সম্প্রতি ‘গানপিরিতি’ নামক একটি বড় অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন কলকাতায়। সেখানে বাংলাদেশের নগর বাউল জেমসসহ কলকাতার জনপ্রিয় সব শিল্পীরা গান পরিবেশন করেছেন। এত সব শিল্পীর মাঝে ঐশীর গান খুব ভালোভাবেই গ্রহণ করেছে শ্রোতারা। তার গায়কী ঢং মুগ্ধ করেছে সেখানকার দর্শক ও শ্রোতাদের। এদিকে কলকাতার গণমাধ্যমগুলোতেও স্থান পেয়েছে ঐশী। প্রকাশ করা হয়েছে বেশ কিছু প্রশংসামূলক সংবাদ। সব মিলিয়ে প্রথম সফরেই কলকাতা মাতিয়ে এসেছেন শিল্পী।

এ বিষয়ে ঐশী বলেন, ‘প্রথম সফরে এত ভালো সাড়া পাবো ভাবিনি। তাছাড়া সেখানকার মিডিয়াগুলোও আমাকে নিয়ে বেশ ভালো ভালো সংবাদ প্রকাশ করেছে। সব মিলিয়ে আমি অনেক খুশি এই শো নিয়ে।’

এদিকে গানের পাশাপাশি এই শিল্পী সমান তালে চালিয়ে যাচ্ছেন তার ডাক্তারি পড়াশোনা। তবে যখনই পছন্দ মত গান পাচ্ছেন তাতে কণ্ঠ দিচ্ছেন। চলচ্চিত্রের গানও চলছে নিয়মিত।

নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমি মনে করি ভালো মানের কাজ করলে তার ফলাফল আসবেই। সেদিক থেকে আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। এখন নতুন গান তেমন একটা করছি না। সামনে অবশ্য করবো। তবে, সেটা পছন্দ হলে। এমন গানের অপেক্ষা করছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ রয়েছে। এ ধরনের চ্যালেঞ্জিং কাজ হলে করতে খুব ভালো লাগে। গতানুগতিক কাজ করলে তার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না। আগ্রহও পাই না সে কাজে।’

চলচ্চিত্রের গান প্রসঙ্গে ঐশী বলেন, ‘চলচ্চিত্রে গান করতে আমার আগ্রহটা সব সময় বেশি থাকে। এখানে একজন নায়িকার লিপে আমার কণ্ঠটি যাবে। গল্পের ওপর বেইজ করে গান করা হয় বেশিরভাগ। তাই তেমন এক্সপ্রেশন দিয়েই গাইতে হয়। এখানে চ্যালেঞ্জ বেশি। তাই চলচ্চিত্রে গাইতে বেশি ভালো লাগে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি