ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসার ৪ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভালোবাসার চতুর্থ বার্ষিকী পালন করলেন মিলিন্দ সোমান। বান্ধবী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গেও ছবিও শেয়ার করলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ছবি শেয়ারও করলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।

মিলিন্দ জানিয়েছেন, ভালোবাসার ৪ বছর পূর্তিতে অঙ্কিতার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। শুধু তাই নয়, নতুন জীবন, নতুন ভালোবাসা, সবকিছু জন্য অঙ্কিতাকে ধন্যবাদও জানিয়েছেন মিলিন্দ।

জানা যায়, মিলিন্দ সোমানের সঙ্গে সম্পর্ক নাকি প্রথমে মেনে নিতে পারেননি অঙ্কিতার পরিবারের লোকজন। কিন্তু, মিলিন্দের সঙ্গে কথা বলার পর, তাঁদের সব ভুল ধারনা ভেঙে যায়।

সম্প্রতি অঙ্কিতার পরিবারের সঙ্গে দেখা করে, বিয়ের প্রস্তাবও দিয়েছেন মিলিন্দ। আর অঙ্কিতার পরিবারও তাকে সানন্দে গ্রহণ করেছেন। কিন্তু, কবে অঙ্কিতার সঙ্গে মিলিন্দ গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি