ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও জুটি বাঁধলেন নিরব-তমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আবারও জুটি বাঁধলেন অভিনয়শিল্পী নিরব ও চিত্রনায়িকা তমা মির্জা। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের নতুন সিনেমায় দেখা যাবে তাদের। কথাশিল্পী শরৎচন্দ্রের গল্প আর উপন্যাসের সব চরিত্র উঠে আসবে সিনেমাতে। সম্প্রতি সিনেমাতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে নিরব বলেন, ‘সিনেমার গল্পটা একেবারেই আলাদা। আমার চরিত্রেও বেশ ভিন্নতা আছে। তমার সঙ্গে এর আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই দারুণ।’

এর আগে ২০১০ সালে ‘বলনা তুমি আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এ জুটির যাত্রা শুরু হয়। এরপর একে একে ‘তোমার মাঝে আমি’, ‘নদীজল’ ও ‘গেম রিটার্ন’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন এই জুটি।

সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন গাজী রাকায়েত। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।

নির্মাতা বলেন, ‘বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান কখনও মুছে যাওয়ার নয়। আমি আশা রাখি ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি