ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওশীনের ফিরে আসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আবারও উপস্থাপনায় ফিরলেন ছোটপর্দার অভিনয়শিল্পী নওশীন। বিরতি ভেঙে এবার তিনি ফান চিনিগুড়া চাল নিবেদিত ‘লেডি উইনার’ শিরোনামে নতুন একটি গেইম শো’ উপস্থাপনা করছেন।

এ প্রসঙ্গে নওশীন বলে, ‘অভিনয়ের পাশাপাশি আমি উপস্থাপনাও ভীষণ উপভোগ করি।’

দীর্ঘদিন বিরতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি গতানুগতিক ধারার বাইরে কিছু করতে চাইছিলাম। সেরকম পাচ্ছিলাম না বলে উপস্থাপনা করা হয়ে উঠেনি।’

তিনি আরও জানান, ‘এ অনুষ্ঠানের স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে একটু আলাদা। তারপর তো শুরুই করে দিলাম। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নতুন এই অনুষ্ঠানটি আয়োজন করছে বৈশাখী টেলিভিশন। অনুষ্ঠানের প্রতি পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেইম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস আলী সোহেল। এটি সম্প্রচার হবে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি