চিত্রশিল্পী শ্রীদেবী
প্রকাশিত : ১৬:০২, ২ মার্চ ২০১৮
অভিনেতী শ্রীদেবী কিংবা নৃত্যশিল্পী শ্রীদেবীকে সবাই চেনেন। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘ইংলিশ ভিংলিশ’ থেকে শুরু করে বেশ কিছু সিনেমাতেই তাঁর অসামান্য অভিনয় দক্ষতা ও নাচের দক্ষতার পরিচয় রেখেছেন শ্রীদেবী। তবে এখানেই শেষ নয়। আরও অনেক প্রতিভাই ছিল তাঁর মধ্যে। তিনি ভালো রান্না করতে পারতেন। এমনকি অনেক ভালো ছবিও আঁকতেন তিনি।
বনি কাপুরের সঙ্গে বিয়ের পরই শ্রীদেবী রান্না শিখেছিলেন। তারপর ধীরে ধীরে রান্নার প্রতি তাঁর আগ্রহ আরও বাড়ে। শ্রীদেবী বাড়িতে বনিকে রান্না করেই খাওয়াতে বেশি পছন্ত করতেন। শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের এবং বাড়িতে আসা অতিথিদেরও রেঁধে খাওয়াতে ভালোবাসতেন।
এবার প্রকাশ্যে আসলো তার অন্য প্রতিভা। ভালো ছবি আঁকতেন শ্রীদেবী। অভিনয়ের বাইরে যখনই সময় পেতেন ছবি আঁকতে পছন্দ করতেন। এমনকি লন্ডনের ক্রিস্টি অকশান সেন্টারে শ্রীদেবীর একটা ছবি নিলামও হয়েছিল। সেই ছবি নিলামের টাকা দান করেছিলেন শ্রীদেবী। তাঁর এক একটা ছবি ৮ থেকে ১০ লক্ষ টাকাতেও বিক্রি হয়েছে। এমনকি আগামী মাসেও দুবাইয়ের অকশান সেন্টারে শ্রীদেবীর আঁকা সোনম কাপুরের একটি ছবি নিলামের কথা ছিল। সোনমের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’তে সোনমের পোজের উপর ভিত্তি করেই ছবি এঁকেছিলেন শ্রীদেবী।
জানাগেছে, দুবাইতে নাকি সোনম কাপুর ভীষণ জনপ্রিয়। সে কথা মাথায় রেখেই দুবাইতে শ্রীদেবীর আঁকা সোনম কাপুরের এই ছবি নিলাম করার কথা ভাবা হয়েছিল।
সূত্র : জি নিউজ
এসএ/