ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেরদৌস-আইরিনের ‘গন্তব্য’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১২, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা আইরিন। সিনেমার নাম ‘গন্তব্য’ঢাকা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জের বেশ কিছু স্থানে ইতিমধ্যে হয়ে গেছে সিনেমার শুটিং। সামনে আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। ঠিক এমন সময়ে এসে সংশ্লিষ্টরা জানান দিলেন নতুন এ সিনেমার কথা।

‘গন্তব্য’ সিনেমাটি পরিচালনা করছেন অরন্য পলাশ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গন্তব্য’ নিয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হলেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

এ সময় পরিচালক অরন্য পলাশ বলেন, ‘সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। শুটিং-এর কাজ প্রায়ই শেষ করে ফেলেছি। এর পরবর্তী কাজেও আশা করছি সবার সহযোগিতা পাবো। ছয় বন্ধু মিলে একটি সিনেমা নির্মান এবং সেই সিনেমাটি সারাদেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। গল্পে আছে দুটি ভাগ, একটি শহরের, অন্যটি গ্রামের।’

নতুন এ সিনেমা নিয়ে ফেরদৌস বলেন, ‘রোমান্টিক সিনেমা তো অনেক হলো। আরও হবে। কিন্তু এখন গতানুগতিকতা থেকে বের হয়ে কাজ করতে চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে ‘গন্তব্য’ আমার মনের মতো একটি সিনেমা।’

আইরিন বলেন, ‘নিজেকে বুঝতে হলে এই ধরনের সিনেমাতে আরও বেশি কাজ করতে হবে। কে কেমন কাজ করে, তা জানতে, বিভিন্নরকম চরিত্রে অভিনয় করা প্রয়োজন। সিনেমার কাজ প্রায় শেষ করেছি। সামনে ডাবিংয়ে সময় দিব।’

এ সিনেমাতে ফেরদৌস ও আইরিন সহ আরও অভিনয় করছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, আমান রেজা, মাসুম আজিজ, আফফান মিতুলসহ আরও অনেকে।

‘গন্তব্য’ সিনেমার প্রযোজক ও পরিবেশক আবদুল আজিজ। এটি প্রযোজনা করেছে সুইট চিলি ফিল্মস।

এদিকে গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। যা দেখা বোঝাই যাচ্ছে সিনেমায় রয়েছে দারুণ কিছু চমক।

‘গন্তব্য’ সিনেমার টেইলার দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি