ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়িকা নুসরাত ফারিয়া এবার গায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার স্মার্ট ও শিক্ষিত নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বড় পর্দায় অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শুধু ঢালিউডে নয়, নায়িকা এখন দুই বাংলারই পরিচিত মুখ। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তার ভক্ত সংখ্যা অনেক। এবার ফারিয়া ভক্তদের জন্য নতুন খবর। পুরোই ভিন্ন পরিচয়ে উপস্থিত হচ্ছেন নায়িকা। খবরটি জানিয়েছেন নুসরাত নিজেই। এবার গায়িকা হিসেবে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। একটা গান করেছি। গানের নাম ‘পটাকা’। বলা যায়, অনেকটা গোপনে গানের রেকর্ডিং শেষ করেছি। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর করেছেন প্রীতম হাসান। এরইমধ্যে গানের কাজ শেষ হয়েছে। এবার মিউজিক ভিডিওর কাজে আগামী ১৬ মার্চ মুম্বই রওনা করব। আসছে এপ্রিলে গানের মিউজিক ভিডিওসহ দর্শকের সামনে হাজির হব। আশা করি, সবার ভালো লাগবে গানটি।’

প্রাতিষ্ঠানিকভাবে শেখা না হলেও অনেকদিন ধরেই গানের চর্চা করেছেন ফারিয়া। টানা চর্চার পর গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর এ গানটির মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফি করবেন ভারতের বাবা যাদব। তবে, ফারিয়ার সঙ্গে মডেল হিসেবে কে থাকবেন তা এখনও জানা যায়নি।

এ পর্যন্ত ফারিয়া ‘ইন্সপেক্টর নটিকে’, ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি