ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

আমি কোনো বড় অপরাধ করিনি : প্রভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২২, ৪ মার্চ ২০১৮

কথা ছিল ২০০৯ সালে ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় পথ চলা শুরু করবেন। কিন্তু সেটা হয়ে ওঠেনি। এবার অঞ্জন আইচের ‘রূপবতী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। ছোট পর্দায় অসংখ্য নাটকে তিনি অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন অনেক দূরে। এবার তার প্রিয় একজন নায়ক ফেরদৌসের সহশিল্পী হিসেবেই শুরু করছেন প্রথম সিনেমা।

এ প্রসঙ্গে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘রূপবতী’র গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। ফেরদৌস ভাই এর সঙ্গে জুটি বেঁধে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ফেরদৌস ভাই একজন চমৎকার মানুষ। তিনি আমার সহশিল্পী, এটা দারুণ একটা অনুভূতি। আমি তার ব্যক্তিত্বের ভক্ত। আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন তার ‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি দেখি। তারপর তার আরো ছবি দেখি। খুব ভালো লাগে।

নিজের খারাপ সময় সম্পর্কে বলতে গিয়ে প্রভা বলেন, আমার একটা খারাপ সময় গেছে যখন নিজেকে খুব অসহায় মনে হতো। তখন আমার মা বাবা আমাকে সময় দিয়েছে। কিছু বন্ধু খুব সহযোগিতা করেছে। তার মধ্যে বন্ধু আত্মী সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট দিয়েছে। সে আমার জন্য সেমিস্টার ড্রপও দিয়েছিল।

তিনি বলেন, মাঝে মধ্যে হতাশ হতাম। পরে আবার নিজের আত্মশক্তিতে ফিরে আসতাম। আমিও তো রক্তে-মাংসে গড়া মানুষ। কেউ একজন ভুল বুঝলে, চেষ্টা করতাম সেটার ব্যাখ্যা করতে। এটা আমি না, আমি ওটা না। মাঝে মাঝে বৃথা চেষ্টা করে ফেলি।

প্রভা বলেন, আমি মনে করি, যারা ভালোবাসার, তারা একটুতে ভালোবাসে। আমি জোর গলায় বলতে চাই, আমি কোনো বড় অপরাধ করিনি। আমার বিবেককে নাড়া দেবে, এমন কোনো অপরাধ করিনি। এরপরও সব সময় দেখি, আমি বুঝি জগতে সবচেয়ে দুর্ভাগা। বিনা অপরাধে দোষী হয়েছি। সেটা আমার বোকামি হতে পারে। আমি কৌশলী নই। খুব অভিমানী। খুব স্পষ্টভাষী। আমাকে বোঝা খুব সহজ। এসব কারণে বারবার আমাকে ঠকতে হয়েছে। 

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি