ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচ্ছেদের পরেও অপুর সঙ্গে শাকিবের সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব-অপু জুটির সিনেমা ‘পাঙ্কু জামাই’। সিনেমাটির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ঠিকঠাক মতই এগিয়ে যাচ্ছিল শুটিং। কিন্তু একটা সময় শাকিবের সঙ্গে অপুর মান-অভিমানে আটকে যায় সিনেমার কাজ। তবে অনেক দিন পর ‘আড়াল’ থেকে ফিরে অপু তার অংশের কাজটি শেষ করেন। কিন্তু বাকি ছিল শাকিবের কিছু অংশ। সেই থেকেই অনিশ্চয়তায় পড়ে যায় সিনেমাটির ভবিষ্যৎ। নতুন খবর হচ্ছে- অসমাপ্ত কাজটি সম্পন্ন করছেন শাকিব।

বিষয়টি নিয়ে শাকিব জানান, ২৭ ফেব্রুয়ারি তার অংশের বাকি থাকা ডাবিংয়ের কিছুটা শেষ করেছেন তিনি। যে অংশের বাকি রয়েছে, সেটাও শিগগিরই শেষ করে দেবেন।

প্রায় এক বছর আড়ালে থাকার পর গত বছরের ৭ অক্টোবর আবারও এই সিনেমার শুটিং করেন অপু। তখন এফডিসি ও পুবাইলে তিন দিন শুটিং করেন এই নায়িকা। এরপর তার অংশের কাজ শেষ হয়ে যায়। সে সময় শাকিব তার অন্য সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এ কারণে সে সময় সিনেমাটির জন্য শিডিউল মেলাতে পারেননি তিনি।

অবশেষে পেশাদারিত্বের জায়গা থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শাকিব।

বিষয়টি নিয়ে শাকিব আরও বলেন, ‘সিনেমাটির কিছু অংশের ডাবিং বাকি ছিল। সেটা পুরোটা শেষ করতে পারিনি। যতটুকু পেরেছি, করেছি। কারণ নতুন একটি সিনেমার শুটিংয়ে কলকাতায় যাওয়ার কথা ছিল। একটু তাড়াহুড়ো ছিল। বাকি যে অংশের ডাবিং বাকি রয়েছে, সেটা শিগগিরই শেষ করে দিবো। কারণ আমি চাই না আমার কারণে কোনো সিনেমার কাজ আটকে থাকুক। প্রযোজক লোকসানে পড়ুক।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজ পেশাকে সম্মান করি। আমি চাই না আমার কারণে কোনো সিনেমার কাজ আটকে থাকুক। প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়েন, সে কথা ভেবেই সিনেমার কাজ শেষ করছি।’

অপু জানান, ‘যে কাজ হাতে নিয়েছিলাম, তা সম্পন্ন করা দায়িত্ব বলে মনে করি। তাই দেরিতে হলেও পাঙ্কু জামাই সিনেমার কাজ দায়িত্ব নিয়েই শেষ করলাম।’

সিনেমাটির পরিচালক আবদুল মান্নান জানান, সিনেমার কাজ শেষের পথে। মুক্তি দেওয়া নিয়ে আর কোনো জটিলতা নেই। আগামী বৈশাখে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি