আবারও জয়ার সার্কাস
প্রকাশিত : ১২:৪৪, ৪ মার্চ ২০১৮
‘বিউটি সার্কাস’ হতে যাচ্ছে জয়া আহসান অভিনীত দেশের অন্যতম সেরা সিনেমা। বিভিন্ন সময় প্রকাশিত সিনেমার স্থিরচিত্র তেমনটাই জানান দিয়েছে। ইতিমধ্যে সিনেমার অনেকটা কাজ শেষ হলেও অর্থনৈতিক কারণে আটকে যায় এটি। অবশেষে আবারও শুরু হয়েছে শেষ পর্যায়ের কাজ। শুটিংয়ে অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমার শেষ পর্যায়ের শুটিং গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলছে মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর ইউনিয়নে।
এ বিষয়ে পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘গত বছর কাজটি শুরু করেছিলাম, তবে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে সিনেমাটি তখন শেষ করতে পারিনি। গত ২৭ তারিখ থেকে আবারও কাজ শুরু করেছি। এবার কাজটি শেষ করার ইচ্ছে রয়েছে।’
সিনেমার গল্প নিয়ে দিদার বলেন, ‘সার্কাস দলের একটি মেয়ের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এখানে দর্শক বিনোদনের মধ্যে দিয়ে আমাদের সার্কাস শিল্প ও সমাজের কিছু চিত্র দেখতে পাবেন। এর চেয়ে বেশি গল্প বলতে চাই না। তবে দর্শকদের চাহিদা পূরণ করতে পারবে এই ‘বিউটি সার্কাস’।’
অভিনেত্রী জয়া বলেন, ‘অনেক সুন্দর একটি গল্প এই ‘বিউটি সার্কাস’। ভালো অভিনয় যেমন সিনেমার অস্তিত্ব শক্ত করে, তেমনি সুন্দর গল্পের সিনেমা শিল্পীকে প্রাণ দেয়। এই সিনেমাতে কাজ করে শিল্পী হিসেবে শান্তি পেয়েছি। সিনেমাটি সবার কাছে ভালো লাগবে।’
তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমাতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, এ বি এম সুমন প্রমুখ।
এসএ/