ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সময় এখন শাকিব-বুবলীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৪ মার্চ ২০১৮

চলচ্চিত্রে জুটি প্রথা অনেক আগে থেকেই দেখে আসছে দর্শক। সেই রাজ্জাক-শাবানা থেকে শুরু করে শাকিব-অপু পর্যন্ত অসংখ্য জুটি বাংলাদেশের সিনেমায় দেখা গেছে। তবে যেই দর্শক শাকিব-অপুকে ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারতো না তারা এখন শাকিবকে দেখছেন অন্য নায়িকার সঙ্গে। যদিও শাকিব-অপু জুটির চাহিদা একটুও কমেনি। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নতুন করে এই জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখতে পারবে না ঢালিউডের দর্শক। অপুর সেই স্থানটি দখল করেছেন সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। বেশ কিছু সিনেমায় জুটি হয়ে তারা চমক দেখিয়েছেন। কিছু সিনেমা মুক্তি পেয়েছে, আর কিছু আছে মুক্তির অপেক্ষায়।

নতুন খবর হচ্ছে- আরও দুটি সিনেমাতে জুটি গড়তে যাচ্ছেন শাকিব খান ও বুবলী। সিনেমা দুটি হচ্ছে- ‘ক্যাপ্টেন খান’ ও ‘আমার স্বপ্ন আমার দেশ’। দুটি সিনেমারই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

তারা জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সিনেমা দুটির মহরত হতে পারে। শাকিব খান গত সপ্তাহে বিএফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’ সিনেমার শুটিংয়ের সময় নতুন সিনেমা দুটিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাকিব বলেন, ‘দুটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে শিডিউল এখনো ঠিক হয়নি।’

সিনেমার নায়িকা বুবলী বলেন, ‘কাজ হবে এটি চূড়ান্ত। তবে শাকিব খানের সঙ্গে মিলিয়েই আমার শিডিউল হবে।’

উল্লেখ্য, ক্যাপ্টেন খান সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন এবং ‘আমার স্বপ্ন আমার দেশ’ সিনেমাটি পরিচালনা করবেন কাজী হায়াৎ। এটি হবে কাজী হায়াতের ৫০তম সিনেমা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি