ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাষা আন্দোলন নিয়ে সিনেমা নির্মাণ করছি : তৌকীর আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:০২, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বরেণ্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। তৌকির আহমেদ বলেন, হিসাব-নিকাশ কখনও করা হয়নি। তাছাড়াও জীবনে আরও কত চড়াই-উৎরাই পেরুতে হবে- সেটা তো অজানা। তাই কী পেলাম, কী পেলাম না- সেটা বড় কোনো বিষয় নয়। অস্বীকার করব না, অভিনেতা ও নির্মাতা হিসেবে অগণিত মানুষের ভালোবাসা, খ্যাতি, স্বীকৃতি- অনেক কিছুই পেয়েছি। তারপরও সৃষ্টির নেশায় এক ধরনের অতৃপ্তি থেকেই গেছে।

তিনি আরও বলেন, শিল্পী মাত্রই এটা হয়। কারণ আমরা যে কাজ যেভাবে করতে চাই, যেখানে পৌঁছাতে চাই- সেটা প্রায়ই হয়ে ওঠে না। ভালো কাজের স্বপ্ন থাকে, সব সময় তা পূরণও হয় না। যে কোনো সাফল্যের পর নতুন করে সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রামে সাফল্যের সুযোগ যেমন থাকে, তেমনি থাকে ব্যর্থ হওয়ার আশঙ্কা। তারপরও থেমে থাকার উপায় নেই, সামনের দিকে এগিয়ে যেতেই হয়। আমিও এক নতুন কাজ নিয়ে স্বপ্ন দেখছি, আর এগিয়ে যাচ্ছি এক পা দু`পা করে।

তৌকীর আহমেদ বলেন, কয়েক দিনের মধ্যে শুটিংয়ের দিন-তারিখ ঠিক করব। এবার বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে সিনেমা নির্মাণ করছি। যে জন্য অভিনয়ে দক্ষ, এমন কিছু অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে কাজ করতে চাই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি