এক নজরে অস্কার বিজয়ীদের তালিকা
সেরা সিনেমা ‘দ্য শেপ অব ওয়াটার’
প্রকাশিত : ১২:৪২, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪৮, ৫ মার্চ ২০১৮
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যা সেন্টারের ডলবি থিয়েটারে চলছে ৯০তম অস্কার প্রদানের আসর। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা থেকে শুরু হয়েছে এটি। ইতিমধ্যে বেশ কয়েকটি বিভাগে পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম এই আসরে সেরা সিনেমার পুরস্কার জিতলো গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। এবার অস্কার দৌড়ে সর্বাধিক ১৩টি মনোনয়ন নিয়ে এগিয়ে ছিল সিনেমাটি।
সেরা সিনেমার বিভাগে আরও মনোনয়ন পেয়েছে- ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’, ‘ডানকার্ক’, ‘কল মি বাই ইউর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’ ও ‘দ্য পোস্ট’।
এবারের উৎসবেও উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
এক নজরে জেনে নিন এবারের বিজয়ীদের নাম :
চলচ্চিত্র : দ্য শেপ অব ওয়াটার
অভিনেত্রী : ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
অভিনেতা : গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
পার্শ্ব-অভিনেত্রী : অ্যালিসন জেনি (আই, টনিয়া)
পার্শ্ব-অভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
পরিচালক : গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
চিত্রনাট্য (মৌলিক) : গেট আউট
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) : কল মি বাই ইউর নেম
বিদেশি ভাষার চলচ্চিত্র : অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান
অ্যানিমেটেড চলচ্চিত্র : কোকো
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র : ডিয়ার বাস্কেটবল
প্রামাণ্যচিত্র : ইকারাস
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : দ্য সাইলেন্ট চাইল্ড
চিত্রগ্রহণ : ব্লেড রানার ২০৪৯
রূপ ও চুলসজ্জা : ডার্কেস্ট আওয়ার
মৌলিক সুর : দ্য শেপ অব ওয়াটার
মৌলিক গান : রিমেম্বার মি
সম্পাদনা : ডানকার্ক
শিল্প নির্দেশনা : দ্য শেপ অব ওয়াটার
শব্দ সম্পাদনা : ডানকার্ক
শব্দমিশ্রণ : ডানকার্ক
ভিজ্যুয়াল ইফেক্টস : ব্লেড রানার ২০৪৯
পোশাক পরিকল্পনা : ফ্যান্টম থ্রেড
সূত্র : নিউ ইয়র্ক টাইমস
এসএ/