ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিম্পল লাভ স্টোরিতে মুকিত জাকারীয়া দম্পত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিনোদনের নানা অনুষঙ্গ নিয়ে প্রতিদিনই দর্শকদের সামনে একুশে টেলিভিশন (ইটিভি) হাজির হচ্ছে বিভিন্ন রুপে। এরই ধারাবাহিকতায় ইটিভির নিয়মিত বিনোদন মূলক অনুষ্ঠান ‘সিম্পল লাভ স্টোরি’তে আজ আসছেন মুকিত জাকারীয়া তাঁর সহধর্মিণী মিসেস জাকারীয়া।

লাভেলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে আজ রাত ১০টায় দেখা যাবে মুকিত জাকারীয়া ও তাঁর সহধর্মিণী বিলকিস মুকিতকে।

অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি দর্শকরা সরাসরি ফোন করতে পারবেন। ভালোবাসার গল্প, অভিজ্ঞতা, জটিলতা আর দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

উল্লেখ্য, ‘সিম্পল লাভ স্টোরি’, বিনোদন জগতের তারকার সঙ্গে টকশো ‘উইথ নাজিম জয়’, একক শিল্পীর গান নিয়ে অনুষ্ঠান ‘আমার এ্যালবাম’, ‘আমার ছবি আমার গান’, সিনে হিটসসহ একুশে টিভিতে রয়েছে বিনোদনের নানা আয়োজন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি