ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ০০:১৫, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। 

ওমর সানীর হার্টে রিং পরানো হচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে ফারদিন এহসান।
আজ (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে তিনি বলেন, ‘এখন বাবার হার্টে রিং পরানো হচ্ছে। চিকিৎসকরা বলেছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

জানা যায়, দুপুরের দিকে কিছুটা অসুস্থতা বোধ করলে চেকআপের জন্য ওমর সানী হাসপাতালটিতে যান। চেকআপের পর চিকিৎসকরা ব্লকের বিষয়টি নিশ্চিত হন। সঙ্গে সঙ্গে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই মুহূর্তে সানীর সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও তাদের দুই সন্তান। তারা সানীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি