ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

ধর্ষিতা নারীর ভূমিকায় মেহজাবিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৬ মার্চ ২০১৮

৮ মার্চ বিশ্বনারী দিবস। এই দিনে পারিবার-সমাজ-রাষ্ট্রীয় জীবনে নারীদের ভূমিকার মূল্যায়ন হয়ে থাকে নানা আঙ্গিকে। স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ প্রোগ্রামও করে থাকে।
এবার নারী দিবসে ধর্ষিতা ও নির্যাতিতা নারীর ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবিন। নাটকটির নাম‘অনামিকার নীল উপাধ্যায়’।
নাটকের গল্পে দেখা যাবে, বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাক্সিক্ষত অঘটনে থমকে যায় জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের সুর তাকে গ্রাস করে। তারপর আত্মপ্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় সে। সহপাঠীর সহযোগিতায় এগিয়ে যায় সামনে।
ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সহপাঠীর পূর্ব পরিচিত তূর্য নামের এক ছেলের। ছেলেটি অনামিকার সঙ্গী হতে চায়। এভাবেই গল্প এগিয়ে যায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। বেশ স্পর্শকাতর একটি গল্প। এ ধরনের গল্পের সঙ্গে আমরা খবরের কাগজের মাধ্যমে প্রতিনিয়ত পরিচিত হই এবং হচ্ছি। সেটা এবার পর্দায় দেখা যাবে। আশা করি নাটকটির গল্প দর্শকদের কিছুটা হলেও ভাবাবে।
এতে আরও অভিনয় করেছেন আবদুর নূর সজল, সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ। নাটকটি ৯ মার্চ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি