ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমর সানী শঙ্কামুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন অনেকটাই শঙ্কামুক্ত। হৃদরোগে আক্রান্ত ওমর সানীর হৃৎপিণ্ডে আজ মঙ্গলবার সকালে দুইটি রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে ফারদিন এহসান স্বাধীন।

গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গেলে ওমর সানীর স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতারে ভর্তি হওয়ার পরামর্শ দেন।এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ছেলে ফারদিন জানান বলেন, ‘বাবা এখন শঙ্কামুক্ত আছেন। হার্টে আরও দুটি রিং লাগাতে হতে পারে। তবে চিকিৎসক বলেছেন, এটা দুই কিংবা তিন মাস পরে করলেও হবে।’

নব্বই দশকের জনপ্রিয় এ চিত্রনায়ক জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘চাঁদের আলো’, ‘অধিকার চাই’, ‘কুলি’, ‘এই নিয়ে সংসার’, ‘প্রেমগীত’ ‘মহৎ’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘ওরা দালাল’ ইত্যাদি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি