ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভিডিওবার্তায় দোয়া চাইলেন ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৭ মার্চ ২০১৮

হার্টে ব্লক ধরা পড়ায় গত সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন চিত্রনায়ক ওমর সানী। চিকিৎসকের পরামর্শে সেদিন রাতেই তাঁর হার্টের রক্তনালিতে রিং পরানো হয়। অস্ত্রোপচার শেষে এখন তিনি শঙ্কামুক্ত। এদিকে আজ সকালে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় ওমর সানী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ওমর সানী ভিডিওবার্তায় বলেন, ‘হয়তো অনেক বড় বিপদ হতে পারত। আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব, কাজ শুরু করব ইনশা আল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আরও দোয়া করবেন। আমার দুই সন্তান আর স্ত্রীর জন্যও আপনাদের কাছ দোয়া চাই।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার দিনের যেকোনো সময়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন এই নায়ক।

ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘চারটি ব্লক ধরা পড়ার পর আমরা আর দেরি করিনি। চিকিৎসকের পরামর্শে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। সোমবার রাতেই তাঁকে তিনটি রিং পরানোর পরামর্শ দিয়েছেন। দেরি না করে সোমবার রাতেই দুটি রিং পরানো হয়। পরে আরেকটি রিং লাগানো হবে।’

মৌসুমী আরও জানান, ‘সানীকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সোমবার রাত পর্যন্ত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। মঙ্গলবার দুপুরে সিসিইউ থেকে কেবিনে আনা হয়। রিং পরানোয় এখন শঙ্কামুক্ত ওমর সানী।’

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন ওমর সানী। তার সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘এই নিয়ে সংসার’, ‘আত্ম অহংকার’, ‘মহৎ’, ‘আজম প্রেম’, ‘দোলা’ ও ‘আখেরি হামলা’ ইত্যাদি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি