ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিয়ামের বিপরীতে চলচ্চিত্রে তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’তে সিয়ামের নায়িকা হচ্ছেন তিশা। এর আগে নতুন এই চলচ্চিত্রটিতে সিয়াম আহমেদের নামটি জানাগেলেও তিশার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত ছিল না।

এ বিষয়ে পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘তিশার চরিত্রের নাম দীপ্তি। এ চরিত্র করতে তার বিকল্প পাইনি।’

সিনেমাতে সিয়ামের চরিত্রের নাম নাসির।

তবে ‘ফাগুন হাওয়া’তে সিয়ামের বিপরীতে অভিনয় প্রসঙ্গে কোন মন্তব্য করেননি অভিনেত্রী তিশা। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। প্রান্তিকে ভাষা আন্দোলনের অভিঘাত কীভাবে ছড়িয়ে পড়ে তারই বিবরণ ফুটে উঠেছে গল্পে।

চলচ্চিত্রটি আরও অভিনয় করছেন- আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে পাকিস্তানী পুলিশ কর্মকর্তার ভূমিকায় বলিউডের একজন তারকা অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। ১০ মার্চ থেকে খুলনায় শুটিংয়ে যাচ্ছে ‘ফাগুন হাওয়া’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি