ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিজের ‘ক্ষত’ দেখিয়ে চমকে দিলেন পরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৫৩, ১০ মার্চ ২০১৮

ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি গোপনে অনেক কিছুই করেন। হঠাৎ করে তিনি চমকে দিতে ভালোবাসেন। এতেই হয়তো তিনি আনন্দ পান। নিজেকে মিডিয়া থেকে দূরে রাখাও যেনো তার অভ্যাস। তাইতো কোন সুসংবাদ আসার আগেও মিডিয়াকে পাত্তা দেন না। কথা ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী’লগো উন্মোচন করবেন তিনি। শুক্রবার বিকালে বিএফডিসি’নম্বর ফ্লোরে সাংবাদিকদের ডেকেছেন এ জন্য। কিন্তু হঠাৎ করেই নিজের ক্ষত উন্মচন করে চমকে দিলেন পরী।

প্রতিষ্ঠানের নাম-লগো উম্মোচন ছাপিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়ে নিজের প্রযোজিত প্রথম সিনেমার এক ঝলক দেখিয়ে দিলেন নায়িকা। সিনেমার নাম ‘ক্ষত’। সিনেমাটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনী। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন- জায়েদ খান ও পরীমনি।

সিনেমাটির শ্লোগান ‘প্রেম নয় যন্ত্রণার গল্প’। এর এক ঝলকে জায়েদ-পরী’র লুক দেখে একরকম বিস্মিত হয়েছেন উপস্থিত সবাই।

নিজের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ক্ষত’ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অন্যরকম একটা সিনেমা দেখতে পারবেন। কারণ সিনেমাটি ভালোবাসার কষ্ট দিয়ে পরিপূর্ণ। পুরো গল্পটা এখন বলবো না। সত্যিই এমন গল্পের সিনেমা আগে কখনও হয়নি।’

‘ক্ষত’ সম্পর্কে এর নায়ক জায়েদ খান বলেন, ‘বাংলা সিনেমায় দর্শকরা নতুন করে জায়েদ খানকে চিনবে। এটি কোনও প্রেমের সিনেমা নয়, যন্ত্রণার সিনেমা। এ সিনেমার জন্য আমি প্রথমবারের মতো ন্যাড়া হয়েছি। আশাকরি সিনেমাটি দেখে দর্শকরা কাঁদতে কাঁদতে হল থেকে বের হবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী মাল্টিমিডিয়ার চেয়ারম্যান পদে আছেন পরীমনি। কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এসময় পরীমনির পাশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা ও আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল।

আরও ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ডিএ তায়েব, সংগীত পরিচালক শওকত আলী ইমন, প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা শামীম আহমেদ রনীসহ বেশ কয়েকজন চলচিত্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি