ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিপুনের ফিরে আসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী নিপুণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা। ঢালিউডের নায়িকা হিসেবেই তিনি অধিক পরিচিত। তবে এর বাইরেও মাঝে মধ্যে ছোট পর্দার বিশেষ নাটকে দেখা যায় তাকে। বেশকিছুদিন ধরেই সব মাধ্যম থেকেই দূরে সরে আছেন তিনি। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’তে বেশি সময় দিচ্ছেন নায়িকা।

নতুন খবর হচ্ছে- আবারও কাজ শুরু করছেন নিপুন। এদিকে তার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী সপ্তাহে। আর এবারের ঈদে ছোট পর্দার বিশেষ নাটক তো থাকছেই।

বর্তমান ব্যস্ততা নিয়ে নিপুন বলেন, ‘বেশকিছু কাজ নিয়ে কথা চলছে। আশা করি, দর্শক কাজগুলো পছন্দ করবেন। বড় পর্দা কিংবা ছোট পর্দা দুই জায়গাতেই ভালো কাহিনীর চিত্রনাট্য প্রয়োজন এখন। ভালো কাজ ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াবে না।’

সবশেষ নিপুণের অভিনীত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষিত হয়। সিনেমাটি পরিচালনা করেন তৌকীর আহমেদ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি