ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সব ছেড়ে হিমালয়ে চলে গেলেন রজনীকান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১১ মার্চ ২০১৮

তিনি দক্ষিণী সুপারস্টার। তাই ব্যস্ততা কোনওভাবেই পিছু ছাড়ে না। তার উপর, রাজনীতিতে যোগ দিয়েছেন রজনীকান্ত। তারকা খ্যাতি আর ব্যস্ততা নিয়ে একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না তার। তাই রাজনীতি, অভিনয় সব কিছু থেকে দূরে সরে গেলেন এই তারকা। কিছুদিন হিমালয়ে শান্তিতে সময় কাটাতে গেলেন তিনি।

১০ মার্চ হিমালয় সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা। প্রথমে তিনি যাবেন হিমাচল প্রদেশের ধরমশালায়, তারপর সেখান থেকে উত্তরাখণ্ডের ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে কোনও এক ধ্যান ও যোগা কেন্দ্রে যোগ দেবেন অভিনেতা। টানা এক সপ্তাহ তিনি হিমালয়ের কোলে নিজের ও এক বন্ধুর উদ্যোগে তৈরি আশ্রমেই থাকবেন বলে জানা গেছে। যে আশ্রমটি তৈরি হয়েছিল যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে। যদিও গত বছর ব্যস্ততার কারণেই আশ্রমের উদ্বোধনে যোগ দিতে পারেননি রজনীকান্ত। তবে এবছর তিনি সেখানে যাচ্ছেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে রজনীকান্ত ও অক্ষয়কুমার অভিনীত সিনেমা ২.০। সিনেমাপ্রেমীদের চোখ এখন সেদিকেই।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি