ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দ্বন্দ্ব ভুলে বউ শাশুড়ির মধুর আলিঙ্গন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১১ মার্চ ২০১৮

এ কথা সবার জানা আছে যে- ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে শাশুড়ি জয়া বচ্চনের সম্পর্ক খুব একটা মধুর না। আলোচিত এই বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সেই ধারণা পাল্টে গেলো নতুন একটি ভিডিও দেখে। সম্প্রতি সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে ওই ভিডিও।

কয়েকদিন আগে বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী শাম্মী আন্টির স্মরণে একটি সভা হয়। সেখানে ঐশ্বরিয়া রাই, জয়া বচ্চন ছাড়াও আশা পারেখ, ফরিদা জালাল, ডিম্পল কাপাডিয়া, পদ্মিনী কোলাপুরি, ওয়াহিদা রহমানসহ আরও অনেক নামি তারকারা উপস্থিত ছিলেন। সভায় শাম্মি আন্টির পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সভা শেষে বের হওয়ার সময় ঐশ্বরিয়া তার শাশুড়ি জয়াকে জড়িয়ে ধরেন এবং গাড়িতে উঠিয়ে দেন। তারপর তিনি নিজের গাড়িতে উঠেন। মুহূর্তের মধ্যে তাদের সেই আলিঙ্গনের ছবি ভাইরাল হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে জয়া-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে রয়েছে নানা গুঞ্জন। তবে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ওইসব গুঞ্জনের আসলে কোনো ভিত্তি নেই। বরং তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সূত্র : পিঙ্কভিলা


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি