ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শাকিবকে নিয়ে বোমা ফাটালেন পায়েল সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১১ মার্চ ২০১৮

ঢালিউডের নায়ক শাকিব খান। কলকাতার অভিনেত্রী পায়েল সরকার। দুজনেই দুই ইন্ডাষ্ট্রিতে খ্যাতিমান তারকা। শাকিবের পরবর্তী সিনেমাতে অভিনয় করছেন পায়েল। ওই সিনেমাতে শ্রাবন্তীও আছেন নায়িকা হিসেবে। আর সেই সুবাদে এবার কলকাতার এই অভিনেত্রী ঢালিউডের সুপারস্টার সম্পর্কে চরম এক মন্তব্য করলেন।

পায়েল বলেছেন, ‘ও রকম ডিসেন্ট হিরো আমি খুব কম দেখেছি। কী যে ভালো দেখতে। সহ-অভিনেতাকে খুব সম্মান করে সে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল এসব কথা বলেন।

ওই একই সাক্ষাৎকারে কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে পায়েল বলেন, এত ভালো স্বভাব, ভাবা যায় না। পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে কেমন লড়াই করে নিজের জায়গা বাঁচিয়ে রেখেছে, জাস্ট ভাবা যায় না। অনেক শেখার আছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি