ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন চুক্তিতে আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল মুক্তি পাবে ‘একটি সিনেমার গল্প’। সেই সিনেমার পরিচালক এক সময়ের পর্দা কাপানো হিরো আলমগীর। তার নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

নতুন করে এই প্রতিষ্ঠানটির সঙ্গে এবার যুক্ত হলো দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড। ‘একটি সিনেমার গল্প’-এর এক্সক্লুসিভ ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে বাংলাঢোল।

এ উপলক্ষে শনিবার দুপুরে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র পরিচালনায় আসলেন আলমগীর।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি