ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৫৫, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শনিবার দিবাগত রাতের কথা। কোন এক চিত্রনির্মাতাকে হুমকি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে এই হুমকি পাওনা টাকা দাবি করে। ওই সময় তিনি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। যা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। নাম না প্রকাশ করে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন।

পরীমনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় এর মধ্যে আমার পাওনা টাকা নিজ দায়িত্বে দিয়ে যাবেন সম্মানিত ডিরেক্টর সাহেব। নামটা ২৪ ঘণ্টা পর লিখবও। যদি এর মধ্যে আমি টাকা না পাই।’

পরীমনি জানান, পাওনা টাকার জন্য দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু এর মধ্যে ওই পরিচালক টাকা পরিশোধ করছেন না। ওটা কোনো পেমেন্ট ছিল না। নগদ টাকা ধার নিয়েছিলেন ওই পরিচালক।

তিনি বলেন, ‘ভুলে গেছেন, ওটা পেমেন্ট ছিল না, ধার নিয়েছিলেন সাহেব। এবার বুঝবেন মুনাফেকগিরি কি জিনিস!’

তবে ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়ে গেলেও এখনও কোন পদক্ষেপ দেখা যায়নি নায়িকার পক্ষ থেকে।

উল্লেখ্য, সম্প্রতি বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থার নাম ও কর্মপরিধির কথা জানান পরীমনি। এ সময় সবাইকে চমকে দিয়ে পরী প্রযোজিত প্রথম সিনেমা সম্প্রতি নামও ঘোষণা করেন এ নায়িকা। ‘ক্ষত’ নামে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান। যেখানে তাদের ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। যা রীতিমত সবাইকে চমকে দিয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি