ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনের বিরুদ্ধে রাখি সাওয়ান্তের গুরুতর অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:২৩, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওনের বিরুদ্ধে রাখি সাওয়ান্তের বিদ্বেষ রয়েছে কোন এক অজ্ঞাত কারনে। সানির নাম শুনলেই যেন জ্বলে ওঠেন রাখি। এবার আরও একবার সানির নামে নালিশ করলেন রাখি সাওয়ান্ত। সানি লিওন বলিউডে প্রবেশ করার পর থেকেই চলছে এমন ঘটনা।

এবার বিস্ফোরক অভিযোগ রাখির। তার দাবি, সানি লিওন নাকি তার ফোন নম্বরটা পর্ন ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছেন। আর তারপর থেকেই নাকি ফোনে একের পর এক পর্ন ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সামনে এমনই অভিযোগ আনেন রাখি সাওয়ান্ত।

তিনি বলেন, ‘সানি লিওন আমার ফোন নম্বর পর্ন ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছে। সেখান থেকে লোকজন আমাকে ফোন করছে। আমার কাছে ভিডিও, মেডিক্যাল সার্টিফিকেটও চাওয়া হচ্ছে। মোটা টাকার অফার দেওয়া হচ্ছে আমাকে।’

আর কোথা থেকে নম্বর পেলেন, একথা জিজ্ঞাসা করতেই নাকি তারা সানি লিওনের নাম বলেছেন। তবে রাখি কিন্তু সেই ইন্ডাস্ট্রির পথ মাড়াবেন না। একথা সাফ জানিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘মরে যাব, তবু ওখানে কাজ করব না। আমি একজন ভারতীয় নারী। আমি মূল্যবোধটা বুঝি।’

রাখি আরও জানান, সানি লিওন যমজ সন্তানের ছবি পোস্ট করার পর সেখানে অভিনন্দন জানিয়েছিলেন রাখি। আর তারপরই নাকি সানি লিওন তাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে বলেন, ‘হিংসা হচ্ছে তোমার?’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি