ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার উপস্থিতি টের পেয়েই পালালেন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৪, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দর্শকদের কাছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন দু’জনই বেশ প্রিয়। তাদের অভিনয়ে মুগ্ধ সবাই। তবে তাদের দুজনের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টিও বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়। কারণ দু’জনের সম্পর্ক বেশ তিক্ত।

শোনা যায়, ক্যাটরিনার জন্যই নাকি একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। আর তারপর থেকে এরা একে অন্যকে এড়িয়েই চলেন। তবে দীপিকা ও ক্যাটরিনা দু’জনেরই ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। 

সম্প্রতি, ইয়াসমিনের সঙ্গে দেখা করতে তার জিমে গিয়েছিলেন দীপিকা। সেখানে গিয়ে দেখেন বাইরে ক্যাটরিনার গাড়ি দাঁড় করানো রয়েছে। আর তা দেখামাত্রই জিমে না ঢুকে গাড়ি নিয়ে সেখান থেকে একরকম পালিয়েই গেলেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশ্যে এক সাক্ষাৎকারে দীপিকা তার বিয়েতে ক্যাটরিনাকে নিমন্ত্রণ না করার কথা স্পষ্ট জানিয়েও দেন। এ নিয়ে সেসময় বলিউডে বেশ সমালোচনাও তৈরি হয়।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি