ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দু’দিকে পথচলা শুরু দু’জনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩২, ১৩ মার্চ ২০১৮

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপুর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে গতকাল সোমবার। অপু চেষ্টা করেছিলেন ভাঙা সংসার জোড়া লাগাতে। শাকিব ফিরবেন এই প্রত্যাশা বুকে চেপে অপেক্ষাও করেছিলেন। কিন্তু হলো না, শাকিব যে অনঢ়। অপুর আশায় গুড়েবালি। তাই এখন থেকে দু’দিকে পথচলা শুরু হলো দু’জনার।
গতকাল পর্যন্ত হয়তো অপুর মনে কিঞ্চিৎ হলেও প্রত্যাশা ছিলো যে শাকিব ফিরে আসবেন। জয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মেনে নেবেন সবকিছু। কিন্তু মান-অভিমানের বরফ এতোটাই জমেছে যে তার আর গলেনি। আজ সকালে ঘুম থেকে উঠেই একা পথচলা শুরু অপুর। শুধু অপু কেন শাকিবও বন্ধন ছেড়ে একাকী পথে হাঁটতে শুরু করবেন। দু’জনের মনে একে অন্যকে নিয়ে যে ক্ষত তা সারবে কতক্ষণে সেটি নিয়ে ভবিষ্যতবাণী করা মুশকিল। তবে কাজের ব্যস্ততাই হয়তো তাদের সবকিছু ভুলিয়ে রাখবে।
এ মুহূর্তে শাকিব খান আছেন কলকাতায়। সেখানে জয়দীপ মুখার্জি পরিচালিত তার নতুন ছবি `ভাইজান এলো রে` শুটিংয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে অপু এখন আছেন ঢাকায়, নিকেতনের নিজ বাসায়। সেখানেই সন্তান আব্রাম খান জয়কে নিয়ে তার সংসার।কলকাতায় শাকিব ছবির কাজে শাকিব খান
বিয়ে বিচ্ছেদের বিষয়ে প্রথম থেকেই শাকিব মুখ বন্ধ করে রেখেছেন। ‌‘হ্যাঁ, না’ কোনো উত্তরও দিতে নারাজ তিনি। আর বিচ্ছেদ কার্যকর হওয়ার পর অপুও পারতপক্ষে ফোন রিসিভ করছেন না। এসএমএসের মাধ্যমে ফোনের রিপ্লাই দিলেও বিচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করছেন না।
সর্বশেষ ২০১৫ সালের শেষদিকে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেন অপু। এরপর চলতি বছর রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবির মহরতে অংশ নিয়েছেন এ নায়িকা। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন আরও কিছু ছবিতে।
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর অপুকে বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব। তখন জানা যায়, তিন মাস পর কার্যকর হবে এই বিচ্ছেদ। সেই হিসাবে ২২ ফেব্রুয়ারি শাকিবের বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠানোর তিন মাস পূর্ণ হয়। কিন্তু উত্তর সিটি করপোরেশন অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন পরবর্তী আরও একটি দিন তাদের সালিশ নির্ধারণ করেন। আজ সে সালিশে দুই পক্ষের কেউই উপস্থিত না থাকায় মুসলিম আইন অনুযায়ী তালাক কার্যকর হলো।
জানা যায়, তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্য খরচ বাবদ প্রতি মাসে অপুকে এক লাখ টাকা দিচ্ছেন শাকিব।  এছাড়া অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন এ চিত্রনায়ক।
এক সময়ের জনপ্রিয় এ জুটি-কাম দম্পত্তির পথ চলা দুদিকে হলেও হাজারো ভক্তদের প্রত্যাশা তারা আবার একসঙ্গে অভিনয় করবেন। মান অভিমান ভুলে পেশাদারিত্বের পরিচয় দেবেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি