ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার আসছে কারবালা কাহিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৫১, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গেল বছর দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ছিল বিদেশি সিরিয়ালের জয় জয়কার। আর এ জন্য আন্দোলনেও নেমেছিল বিভিন্ন সংগঠন। কিন্তু আন্দোলন, মানব বন্ধন সিরিয়াল বন্ধে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং সুলতান সুলেমানের পাশাপাশি আরো অনেকগুলো সিরিয়াল বাধা উপেক্ষা করে সম্প্রচার শুরু করে। আর এ দেশীয় দর্শকরাও ঝুঁকে পড়ে এসব সিরিয়ালের প্রতি।

এবার এ দেশের দর্শকদের জন্য আবেগ মেশানো ড্রামা সিরিয়াল ‘কারবালা’ আসছে। এসএ টিভিতে রক্তাক্ত কারবালা ময়দানের গল্প নিয়ে নির্মিত এই মেগা ধারাবাহিকটি প্রচারিত হবে। 

ইসলামের বিস্তারে কারবালার ঘটনা শোকের এক ইতিহাস। সেই ইতিহাসকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই সিরিয়াল। অনবদ্য কাহিনি নিয়ে ইরানে নির্মিত এই ধারাবাহিক নাটকের নাম ‘কারবালা কাহিনি’। দেশের খ্যাতিমান শিল্পীরা সিরিয়ালটির বিভিন্ন চরিত্রের বাংলা ডাবিং করেছেন।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট এবং রাত ১১টায় সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার থেকে এর সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি