ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘রাস্তা‘ নামে আসছে পড়শীর নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ মার্চ ২০১৮

পড়াশোনা আর স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী পড়শী। তাই নতুন গান নিয়ে তার ব্যস্ততা একটু কম। গেল বছর পড়শী ও জুয়েল এর `মন ভুইলা` গানটি প্রকাশিত হলেও এরপর আর নতুন কোন গানে পাওয়া যায়নি পড়শীকে। এবার ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নতুন একটি একক গান নিয়ে শিগগিরই হাজির হতে যাচ্ছেন তিনি।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির শিরোনাম হলো ‘রাস্তা‘। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

পড়শী বলেন, ‘গানটির কথা, সুর এবং সঙ্গীতায়োজন আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া এই গানের মিউজিক ভিডিওতেও আমাকে নতুনভাবে দর্শক দেখতে পাবেন। নতুন এ গানটি নিয়ে খুব আশাবাদি।‘

আগামী সপ্তাহেই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি