ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অজয়ের কারণে আত্মঘাতী হচ্ছিলেন এক অভিনেতার স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:০৬, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

খবরের শিরোনাম হলেন অজয় দেবগন। তবে সেটি তার আগামী ছবির জন্য নয়, এবার শিরোনাম হলেন অন্য কারণে।

বরাবরই নিজের সিনেমার প্রমোশনের সময় মৌনতা বজায় রাখতেই ভালোবাসেন অজয়৷ তবে এবার সিনেমা নিয়ে মুখ না খুললেও অজয় দেবগণ বললেন তার অতীতের একটি চাঞ্চল্যকর ঘটনা৷

অজয় দেবগন শ্যুটিং সেটে তার সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টা রসিকতা করতে ভালোবাসেন৷ একটি সাক্ষাৎকারে অজয় বলেন, বেশ কয়েক বছর আগে বলিউডের এক অভিনেতার স্ত্রী সঙ্গে তিনি এমন প্র্যাঙ্ক করেছিলেন যে, সে নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল৷  

তিনি জানান, “কয়েক বছর আগে আমি এবং আমার এক অভিনেতা বন্ধু একটি সিনেমায় কাজ করি৷ সেই কাজ শুরু হওয়ার আগে বন্ধুটি নতুন বিয়ে করেন৷ এবং বিয়ের কয়েকদিন বাদেই সিনেমার জন্য সে কাজে যোগ দেয়৷ সেই সময় আউটডোরে শ্যুট থাকার জন্য সে তার স্ত্রীকেও লোকেশনে নিয়ে যান৷ তার স্ত্রী এই জগতের মানুষই নন, একটি ছোট্ট শহরের মেয়ে সে৷

তবে তিনি এটা জানতেন আমি খুব ঠাট্টা রসিকতা করতে ভালোবাসি৷ তো যেদিন আমরা শ্যুটিং লোকেশনে পৌঁছাই, সেদিনে রাতে একটি শ্যুট ছিল৷ কিন্তু আমরা তাকে জানাই যে তার স্বামীর একজনের সাথে অ্যাফেয়ার আছে এবং রাতে সে সেই মেয়েটির কাছেই যাবে৷

যদিও ঘটনাক্রমে সেদিন আমারও শ্যুট ছিল না ফলে আমি ওটা বলে আমার ঘরে ফিরে আসি৷ আমি ভেবেছিলাম ও হয়তো বুঝে যাবে আমি ওর সাথে প্র্যাঙ্ক করেছি৷ কিন্তু পরেরদিন জানতে পারলাম ও ওটা বিশ্বাস করেছে এবং সে বেশ কয়েকটা ঘুমের ওষুধও খেয়ে নিয়েছিল৷ ততক্ষনাৎ তাকে আমি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসকদের চেষ্টায় সে সুস্থ হয়ে যায়৷

ভাবুন তো কি সাহস অজয়ের ৷যদিও ঠাট্টা রসিকতার জন্যে কোন সাহসের দরকার হয় না৷ কিন্তু যদি সেদিন কিছু ঘটত তাহলে অজয়ের ক্যারিয়ারে কি যে হতো, সেটি অবশ্যই ভেবে দেখার বিষয়। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি