ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টাইগারদের জয়ে বুবলির উচ্ছ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৭ মার্চ ২০১৮

ঢালিউডের নায়িকা শবনম বুবলি। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই, কেউবা বাবান, আবার কেউ বাবলা বলে ডাকেন। আর মা ডাকেন ‘মোহাম্মদ বলে। সবার আদরের এই মেয়েটি গতকাল খেলা দেখেছে টাইগারদের। কারণ সবার মত ঢালিউডের এই নায়িকাও ক্রিকেট খেলা বেশ পছন্দ করেন।

গতকাল মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দুই উইকেটের জয়ের পর সবার মত তিনিও এই জয় উদযাপন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। হালের জনপ্রিয় এই নায়িকা টাইগারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, -

Love uuuuuuuuuu Bangladesh Cricket Team !!Yeeeeeeeeeeeee !!!

What a match !!

It`s a famous victory ever ..

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি