ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জয়ের সিনেমায় তমা-সাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৭ মার্চ ২০১৮

অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। উপস্থাপনা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। এরই মধ্যে গত সপ্তাহে ঘোষণা দিলেন ‘পাপ কাহিনী’ নামে নতুন একটি সিনেমা পরিচালনা করবেন তিনি। ইতিমধ্যে নতুন ওই সিনেমার জন্য দুজন নায়িকাও চূড়ান্ত করেছেন জয়। দুই নায়িকা হলেন সোহানা সাবা তমা মির্জা।

‘পাপ কাহিনী’ জয় পরিচালিত তিন নম্বর সিনেমা। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি চলচ্চিত্র। নতুন সিনেমার শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। ইতিমধ্যে প্রায় সবকিছুই চূড়ান্ত করেছেন জয়। নতুন এ সিনেমায় নিজেও অভিনয় করবেন জয়। তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে বাস্তব জীবনের মতোই একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাঁর চরিত্রটি হবে চলচ্চিত্র প্রযোজকের।

‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয় নিজেই।

এ বিষয়ে জয় বলেন, ‘আমার এবারের গল্পটা মিডিয়ার দুই সেলিব্রিটি বোনকে নিয়ে। আমাদের এখানে যেমন ববিতা-চম্পা ম্যাম, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। আমার ধারণা, তাঁরা খুব ভালো অভিনয় করবেন। আমি থাকব সঞ্চালকের ভূমিকায়। আর সেলিম ভাই থাকবেন চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি